banner image

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এ চাকুরী

পদের সংখ্যা : ২ টি
পদের নাম সমূহ :
১।  হিসাবরক্ষক - ১ জন
বেতন : ১৯,৩০০/-
২।  অফিস সহকারী কম কম্পিউটার মুদ্রাক্ষরিক - ১ জন
বেতন : ১৭,০৪/-

আবেদন প্রেরণের শেষ সময় : ৩০/১১/২০১৭ তারিখ
যার কাছে প্রেরণ করতে হবে : প্রকল্প পরিচালক, "ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এ্যালয়েড সায়েন্সেস (ইসমাস) ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, দিনাজপুর ও রংপুর এর সক্ষমতা বৃদ্ধি” শীর্ষক প্রকল্প ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, পরিকল্পনা ও উন্নযন বিভাগ, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, পরমাণু ভবন, ই-১২/এ, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ বরাবর পৌছাতে হবে।

আবেদনের ফি পরিশোধ : পোস্টাল অর্ডার করতে হবে ১০০/- টাকার এই ঠিকানার বরাবর --- "ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এ্যালয়েড সায়েন্সেস (ইসমাস) ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, দিনাজপুর ও রংপুর এর সক্ষমতা বৃদ্ধি” শীর্ষক প্রকল্প।

আবেদন পত্রের সাথে যা যা দিতে হবে : পোস্টাল অর্ডার এবং সদ্য তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি আবেদন পত্রের সাথে দিতে হবে।

প্রবেশ পত্র : প্রার্থী বর্তমান ঠিকানায় প্রবেশ পত্র প্রেরণ করা হবে।  এবং লিখিত/মৌখিক বা ব্যবহারিক পরীক্ষার অংশগ্রহণের সময় সীমা বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনেই ওয়েবসাইট www.baec.gov.bd এ প্রকাশ করা হবে।
সম্পূর্ণ বিজ্ঞাপনটি দেখতে বিজ্ঞাপনের উপর ক্লিক করুন 

চাকুরীর আবেদন ফরম Download/ডাউনলোড  করুন 
1. Pdf format   2. MS Word format
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এ চাকুরী বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এ চাকুরী Reviewed by Cracking Dude on October 29, 2017 Rating: 5

No comments:

sdie-ad

side-ad
Powered by Blogger.